সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা ভাংচুরের প্রতিবাদে নীলফামারীতে প্রতিবাদ সমাবেশ


নির্ণয়,নীলফামারী॥
সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা লুটপাটের প্রতিবাদে নীলফামারীতে পৃথক ভাবে বিক্ষোভ সমাবেশে ও মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ, ওয়াকার্স পার্টি ও  হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ। 

 বুধবার(২৪ মার্চ/২০২১) বেলা ১২টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তি। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। অন্যান্যের মধ্যে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু। এরআগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

একই ঘটনার প্রতিবাদে দুপুরে জেলা ওয়াকার্স পার্টি শহরে বিক্ষোভ মিছিল করে চৌরঙ্গি মোড়ে মানববন্ধন সমাবেশে মিলিত হয়। ওয়াকার্স পার্টির সভাপতি তপন কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবিদ হোসেন। এতে সদর উপজেলা সভাপতি ভক্তি রঞ্জন, যুবনেতা বিপ্লব অধিকারী, গণসঙ্গিত শিল্পি স্বপন রায়। 

বিকেলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারে চৌরঙ্গীমোড়ে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবু খোকা রাম রায়ের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সারোয়ান হোসেন মানিক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা মহিলা যুবলীগের সভাপতি সান্তনা চক্রবর্তী, সহ সাধারন সম্পাদক রতনা সিনহা, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুধির কুমার রায় সহ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা ঘটার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি দাবি করেন। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 375676843891224272

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item