জলঢাকায় মাধ্যমিক স্কুল চালুকরণের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করণের লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি জলঢাকা উপজেলা কমিটির সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আশেকুর রহমান, শিমুলবাড়ী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায়, শৌলমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকি, অনির্বান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান প্রমুখ। এসময় প্রধান অতিথি শফিকুল ইসলাম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালু করণের উপর গুরুত্বরোপ করে সকল প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর হাতধোয়া ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার আহবান জানান।   

বাংলাদেশ শিক্ষক সমিতি জলঢাকা উপজেলা কমিটির আয়োজনে সভায় অর্ধ শতাধিক প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4487219589631940476

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item