নীলফামারীতে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি তিস্তা জোন প্রতিযোগিতা উপলক্ষে আনন্দ র‌্যালী


নির্ণয়,,নীলফামারী॥
নীলফামারীতে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি (নারী-পুরুষ) তিস্তা জোনের প্রতিযোগীতা। আগামীকাল শুক্রবার(৫ মার্চ/২০২১) সকাল ১০টায় নীলফামারী বড় মাঠে আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধান অতিথি নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

এদিকে প্রথম বারের মতো বাংলাদেশ গেমস কাবাডি (নারী-পুরুষ) প্রতিযোগীতা আয়োজক হওয়ায় আয়োজক জেলা নীলফামারীতে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(৪ মার্চ) সকাল ১১টার দিকে বাংলাদেশ কাবাডি ফেডারেশন ব্যবস্থাপনায় ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। 

ওই আনন্দ র‌্যালীতে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মারুফ জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়গণ অংশ নেন।

নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, দেশের আট বিভাগের আটটি জোনে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় নীলফামারী বড় মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোণধ হবে কাবাডি তিস্তা জোনের (রংপুর বিভাগী) প্রতিযোগিতা। এতে রংপুর বিভাগের পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর ও স্বাগতিক নীলফামারী জেলার ছয়টি নারী ও ছয়টি পুরুষ দলসহ মোট ১২টি কাবাডি দল অংশ নিচ্ছে। আট জোন থেকে চ্যাম্পিয়ন হওয়ান আটটি নারী এবং আটটি পুরুষ দল পবর্তীতে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে। #


পুরোনো সংবাদ

নীলফামারী 7972675692594742276

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item