ফেনী নদীতে মৈত্রী সেতু উদ্বোধন

 


অনলাইন ডেস্ক




বাংলাদেশ ও ভারতের সীমান্তে ফেনী নদীর ওপর নির্মাণ করা হয়েছে মৈত্রী সেতু। এ সেতুর মাধ্যমে দুই দেশের সীমান্ত যুক্ত হলো। দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। 

আজ মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম কোনো সেতুর উদ্বোধন করলেন। এ সেতুর নাম রাখা হয়েছে ‘মৈত্রী সেতু’। 


 একই সঙ্গে দুই দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ফেনী সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ৯ কিলোমিটার। এটি রামগড়ের সঙ্গে ভারতের ত্রিপুরার সাবরুমে যুক্ত হয়েছে। ১৩৩ কোটি টাকা ব্যয়ে ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন এই সেতু নির্মাণ করেছে। চট্টগ্রাম বন্দর থেকে এ সেতু দিয়ে সহজেই ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে যাওয়া যাবে। এর মাধ্যমে প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যের।  

পুরোনো সংবাদ

প্রধান খবর 5805166259087568026

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item