চিলাহাটি মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের নির্মান কাজের উদ্বোধন


এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ
 নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি মাচেন্টস্ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সুবিধার কথা ভেবে বিদ্যালয়ের নিজস্ব জমিতে ছাত্রাবাসের নির্মান কাজের উদ্বোধন হয়েছে। সোমবার (১ মার্চ) সকাল ১১ টার দিকে উদ্বোধন করা হয়। চিলাহাটি মাচেন্টস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসীর উদ্দোগে এই ছাত্রাবাস নির্মান কাজের আলোচনার জন্য প্রধান শিক্ষক, শিক্ষক,শিক্ষিকা ,ম্যানেজিং কমিটি, এলাকার গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা ও স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রন জানান। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চিলাহাটি মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান।

নির্মান কাজের অগ্রগতির আলোচনায় বক্তব্য রাখেন, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার কানু, বিশিষ্ট সমাজ সেবক মহব্বত হোসেন বাবু, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরল হক, ভোগডাবুরী ইউনিয়নের আওয়ালীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেদুল ইসলাম ফিলিপ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, ভোগডাবুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল, বিশিষ্ট সমাজ সেবক সাজ্জাদ চৌধুরী, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজের শিক্ষক আকতার হোসেন, চিলাহাটি মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক পলাশ। আলোচনায় সভাপতি বলেন,“বর্তমান সরকার শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারি ধারাবাহিকতায় ডোমার-ডিমলার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের সহযোগীতা এবং সরকারের বিভিন্ন মন্ত্রনালয় ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহযোগীতা নিয়েই এই ছাত্রাবাসের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে”। প্রতিটি বক্তাই এই ছাত্রাবাস নির্মান কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অপরদিকে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি মতিয়ার রহমান ছাত্রাবাস নির্মানের মুল নকশা তুলে ধরে বলেন,“প্রায় ৫০ জন ছাত্র এই ছাত্রাবাসে  থাকতে পারবে। পাকা ও টিন সেটের এই ঘরগুলো নির্মানে ব্যয় হবে প্রায় ২২ লক্ষ টাকা”। তিনি আরো বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের টাকা দিয়েই ইতিপূর্বে সীমানা প্রাচীর নির্মান/সাইকেল স্টান্ড নির্মান করা ও প্রধান গেড নির্মান করা হয়েছে। আপনাদের সু-দৃষ্টি ও সহযোগিতা নিয়েই এই ছাত্রাবাস নির্মান করা হচ্ছে। এ সময় ভোগডাবুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি  এ.কে.এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল তার বক্তব্য শেষে যুবলীগের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করেন। উক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হুমায়ুন কবীর।


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2272171841958608657

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item