পার্বতীপুরেআন্তঃনগর ট্রেন থেকে ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


এমএ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ 

দিনাজপুরের পার্বতীপুরে ঢাকা গামী আন্তঃনগর দ্রæতযান এক্সপ্রেস ট্রেন থেকে ৪১ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। 

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশনের ১নং প্লাটফর্মে অবস্থানরত পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রæতযান এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বুধবার বেলা ১১ টায় ৪১ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ জালাল উদ্দিন (৫৫) ও মোঃ সোলেমান আলী (৪৬) কে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। জালাল উদ্দিনের বাড়ী ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার জাদবপুর গ্রাম, তার পিতা মৃত. আব্দুর রহমান। সোলেমান আলী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা রহিজুল হকের ছেলে। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। রেলওয়ে থানার ওসি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে অভিযান পরিচালিত হচ্ছে। 

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদক বিরোধী আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে। 


পুরোনো সংবাদ

নির্বাচিত 7294235739677442437

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item