পার্বতীপুরে মাস্ক বিতরনসহ হিজরা ও হকার উচ্ছেদ অভিযান


এমএ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর), প্রতিনিধিঃ


দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জয়ংশনে করোনা দ্বিতীয় ধাপ মোকাবেলা গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিহীন ট্রেন যাত্রীদের মাঝে মাস্ক বিতরণসহ স্টেশন ও ট্রেনে হিজরা ও হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার সকালে রেলওয়ে পুলিশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও ষ্টেশন মাষ্টারের যৌথ উদ্দ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, রেলওয়ে বিভাগের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে রেলওয়ে ষ্টেশন এলাকায় মাস্ক বিতরণ এবং ষ্টেশন ও ট্রেনে হিজরা ও হকার উচ্ছেদের জন্য নিয়মিত অভিযানের এক পর্যায়ে আজ বুধবার সকালে পার্বতীপুর রেলওয়ে জংশনে বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন ট্রেনে যাতযাতকারী কয়েক হাজার যাত্রীর মাঝে মাস্ক বিতরন সহ ২০ জন হকার ও ৪ জন হিজরাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্বদেন পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক সরদার রফিকুল ইসলাম ও ষ্টেশন মাষ্টার জিয়াউল আহসান।

পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকা ও যাত্রীবাহী ট্রেনে হিজরা, ভিক্ষুক ও হকার মুক্ত করতে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে রেলওয়ে থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2575606837694548633

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item