ডোমারে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র প্রধানদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার গ্রামীণ ব্যাংক  ভোগডাবুড়ি  শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত প্রায় ৬০টি কেন্দ্রের প্রধানদের নিয়ে উক্ত  শাখার হলরুমে স্বাস্থ্যবিধি মেনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীন ব্যাংকের ডোমার এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক ভোগডাবুড়ি শাখার ম্যানেজার আবু সৈয়দ মিঞা ও সাংবাদিক এ.আই.পলাশ। প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীর আলোচনা শেষ করে, কোভিড-১৯ বিষয়ে সকলকে সচেতন হওয়া ও নিজ নিজ এলাকাবাসীকে এই বিষয়গুলি নিয়ে সচেতন করার উপর গুরুত্ব দেন। প্রতিটি কেন্দ্র প্রধান নিজেরাই কিভাবে সাবলম্বী হওয়া যায় তার উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রধান অতিথি আরো বলেন, গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ১০ কোটি গাছ লাগানোর উদ্দ্যোগ নেওয়া হয়েছে এবং সেই গাছ গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাধ্যমেই দেশের বিভিন্ন এলাকায় লাগানো হবে। তারই ধারাবাহিকতায় ভোগডাবুড়ি গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে প্রায় ৬০ জন মহিলা কেন্দ্র প্রধানের হাতে ১টি করে মেহগনি গাছের চারা, উন্নতমানের নাস্তা সরবারহ এবং যাওয়া-আসার ভাড়া প্রদান করা হয়।


পুরোনো সংবাদ

নীলফামারী 5527310047182618016

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item