কিশোরগঞ্জে গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা


মো: শামীম হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী) সংবাদদাতা:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবাহী অফিসার রোকসানা বেগমের সভাপতিত্বে  এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফজলার রহমান বীর মুক্তিযোদ্ধা কেফায়েত হোসেন, আলোচনা সভায়  বিভিন্ন সরকারী দপ্তরের কমকতা কমচারী,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,  মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। রাতের আঁধারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’ নামের ওই গণহত্যার মাধ্যমে মুক্তিকামী বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হয় এই রাতে। বক্তারা আরও বলেন, এই কাপুরুষোচিত হামলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের স্বাধীনতা ঘোষণা করার এবং দেশের মাটি থেকে অত্যাচারীদের বিতাড়িত করতে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানোর ক্ষেত্র তৈরি করে দিয়েছিল।  


পুরোনো সংবাদ

নীলফামারী 6605527693252901291

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item