বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী- সৈয়দপুরে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আলোচনা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার আয়োজনে শুক্রবার (১৯ মার্চ) রাতে শহরের বিমানবন্দর সড়কে লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর  পৌরসভার মেয়র মোছা. রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন।

 বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি স. আ. শামীমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক।


এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, অধ্যাপক মো. সামসুল আলম শাহ্, প্রকৌশলী মোনায়মুল হক অধ্যক্ষ মো. আমিনুর রহমান সরকার, সাবেক সভাপতি ডা. মো. মাহবুবুল হক দুলাল প্রমূখ।

ওই দিন একই সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি  জাতীয় সংসদের সংরক্ষিত  মহিলা  আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম এবং বিশেষ অতিথি  সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিনকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

 অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন লিটন। সর্বশেষে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগীত শিল্পী হোসনে আরা লিপি ও ইস্পাহানি  সংগীত পরিবেশন করেন।                   


পুরোনো সংবাদ

নীলফামারী 4180160370706194428

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item