বীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভায় বাইসাইকেল ও চেক বিতরণ


হাসান জুয়েল,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥
দিনাজপুরের বীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভায় বাইসাইকেল ও রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন প্রধান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, উপজেলা প্রকৌশলী মো. মান্নাফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী মো. হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, বিভিন্ন দপ্তর ও এনজিও কর্মকর্তাবৃন্দ ,ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মত বিনিময় সভার আগে উপজেলা প্রশাসনের আয়োজনে ১১০ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোষাক সরঞ্জামাদি, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াম রোগে আক্রান্ত ৭ জন রোগীদের মাঝে আর্থিক সহায়তার সাড়ে তিন লক্ষ টাকার চেক বিতরন ও বীরগঞ্জ থানা, পাল্টাপুর ইউনিয়ন ভূমি অফিস এবং পাল্টাপুর ইউনিয়নের কাবিখা প্রকল্পের 'ক'শ্রেণীর গৃহ পরিদর্শণ করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।


পুরোনো সংবাদ

দিনাজপুর 2856393426789879842

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item