সময় টিভির সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান (বিশেষ প্রতিনিধি) রতন সরকারের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখা । রবিবার সকাল সারে ১১ টা থেকে দুপুর সারে ১২ টা পর্যন্ত কিশোরগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন  অনুষ্টিত হয়েছে। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ গ্রহন করে। 

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবু হাসান শেখ তনার সভাপতিত্বে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ শাখার আহবায়ক এবং দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মোঃ শামীম হোসেন বাবুর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা শাখা (বিএমএসএফ)এর সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী, জলঢাকা উপজেলা শাখা (বিএমএসএফ) এর আহবায়ক হাসিবুল ইসলাম মিতু, কিশোরগঞ্জ (বিএমএসএফ)এর সদস্য সচিব আব্দুর রউফ হায়দার। দৈনিক ইত্তেফাকের জলঢাকা সংবাদদাতা তাইজুল ইসলাম, যায়যায়দিনের মনিরুজ্জামান লেবু, দৈনিক যুগান্তরের কিশোরগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক সংবাদের সিএসএম তপন, খোলা কাগজের প্রতিনিধি মাফি মহিউদ্দিন, যায়যায়দিনের আহসানুল হক, এশিয়ান এজের খাদেমুল মোরসালিন , দৈনিক অর্থনীতির মিজানুর রহমান, প্রতিদিন সংবাদের আনোয়ার হোসেন, প্রথম ভোরের মোরসালিন মিয়া, দৈনিক নতুন সময়ের লাতিফুল আজম।  বক্তারা অভিযোগ করেন, বিপিডিএর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে হয়রানী এবং কন্ঠরোধ করতে প্রতিষ্টানটির মালিক রফিকুল ইসলাম তুহিন বাদী হয়ে মামলা করেন সময় টিভির রতন সরকারের বিরুদ্ধে। অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। 


পুরোনো সংবাদ

নীলফামারী 944899705822621563

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item