সৈয়দপুরে সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর বিজ্ঞান কলেজ মাঠে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ। 

 সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর সভাপতি মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি কৃষিবিদ এম. এ মবিন সরকার, সাধারণ সম্পাদক শেখ  মো. শহীদুল হক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম লিটন, প্রচার সম্পাদক টিকেন্দ্রজিৎ রায় মিরু, কোষাধ্যক্ষ মো. নাসিম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো. আব্দুল রাজ্জাক, দপ্তর সম্পাদক খালিদ ইকবার, সদস্য সহকারি অধ্যাপক আব্দুল রাজ্জাক, নিরঞ্জন চন্দ্র রায়, মো. শফিকুল ইসলাম, গোলাম রব্বানী শাহ, মো. আনিছুর রহমান, মিজানুর রহমান, মো. হারুন-উর-রশীদ, মোসাদ্দেকুর রহমান রূপম, কামরুন নাহার মায়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সৈয়দপুরস্থ সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর পক্ষ থেকে সাড়ে তিন শত কম্বল বিতরণ করা হয়।

এছাড়া একই দিন ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি পক্ষ থেকেও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ। 

সৈয়দপুরস্থ সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ সার্বিক তত্ত্বাবধায়নে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির কম্বল বিতরণ অনুষ্ঠানে শীতার্তদের মাঝে এক শত কম্বল বিতরণ করা হয়। 


পুরোনো সংবাদ

নীলফামারী 7678715271084536925

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item