রংপুরে স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালককে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন


ফজলুর রহমান,রংপুর প্রতিনিধিঃ

অনুমোদনহীন নর্দান মেডিকেল কলেজের প্রতারিত শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেনকে ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। 


সোমবার (১৫ ফেব্রুয়ারি) রংপুর মেডিকেল কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক সেমিনারে যোগদান করে চলে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাকে ঘেরাও করে বিক্ষোভ করেন। এসময় মাইগ্রেশন করে অন্য মেডিকেল কলেজে ভর্তির সুযোগ দানের দাবি জানান শিক্ষার্থীরা। মহাপরিচালক বিষয়টি দেখবেন বলে তড়িঘড়ি করে গাড়িতে উঠে চলে যান।


শিক্ষার্থীদের অভিযোগ, অনুমোদন না থাকায় কর্তৃপক্ষ বিভিন্ন মামলার কাগজপত্র দেখিয়ে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করে আসছেন। পাস করার পরেও ইন্টার্নশিপ ও অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের দাবিতে বেশ কিছুদিন থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।


রোববার মধ্যরাতে ৩২ জন নেপালী শিক্ষার্থীকে রাতে কৌশলে হোস্টেল থেকে বের করে দেন বাড়ির মালিক নুরুল ইসলাম। 


নেপালী শিক্ষার্থী নারমিন বলেন, শিক্ষার্থীর জন্য নর্দান মেডিকেল কলেজে হাসপাতাল নেই, পর্যাপ্ত শিক্ষক নেই, বিএমডিসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনও অনুমোদন নেই। ইন্টার্নশিপের কোনও ব্যবস্থা করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। 


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2591278971707013844

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item