পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভে পুলিশি বাধা


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:


পঞ্চগড়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে পুলিশি বাধার সম্মুখীন হয়েছে বিএনপি। 

রোববার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে তারা বিক্ষোভটি বের করেন এবং মহাসড়কে উঠার আগেই পুলিশি বাধার শিকার হন। পরে দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন দলটি।


সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুগ্ন আহ্বায়ক এম. এ মজিদ, জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক। 

বক্তারা বলেন, ‘স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধে সম্মুখযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত মানেই স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করা।’

তারা বলেন, ‘আল জাজিরায় প্রকাশিত সংবাদে সরকারের যে অপকর্ম প্রকাশ পেয়েছে সেটা ঢাকতে এবং বাংলাদেশের মানুষকে ভিন্ন দিকে প্রভাবিত করতে জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।’

বক্তারা আরো বলেন, ‘যদি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করতে হয় তাহলে যে এই খেতাব দিয়েছেন তারও অন্যায় হয়েছে, একদিন তারও বিচার হবে।’

এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠণের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8016012184651143733

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item