নীলফামারীতে ইটভাটায় মাটি চাপা পড়ে শ্রমিক নিহত


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীর জলঢাকা উপজেলায় ইটভাটায় কাজ করার সময় মাটির স্তুপ ভেঙে চাপা পড়ে আব্দুল রহমান কাল্টু (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও এক শ্রমিক আহত হয়েছে। আজ রবিবার(১৪ ফেব্রুয়ারী/২০২১) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় ওহেদুল ইসলামের এইচ এন্ড এস নামে ইটভাটায় এই ঘটনা ঘটে। আহত শ্রমিক পশ্চিম খুটামারা গ্রামের মৃত বেরু বর্মনের ছেলে সুনীল বর্মনকে(৪৫) প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত শ্রমিক উক্ত এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে। 

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইটতৈরীর মাটি কাটার সময় মাটির স্তুপ হঠাৎ করে ভেঙ্গে পরলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে রংপুর মেডিকেল মেডিকেলে পাঠানো হয়। #


পুরোনো সংবাদ

নীলফামারী 5600361674235445801

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item