নীলফামারীতে দুস্থ নারীদের ভিজিডির কার্ড ও চাল বিতরণ শুরু


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
নীলফামারী সদর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিডির সুবিধায় এসেছে তিন হাজার ১৭৬ দুস্থ নারী। সোমবার(৮ ফেব্রুয়ারী/২০২১) বেলা ১১টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগিদের মাঝে কার্ড ও চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক নূরুন্নাহার শাহজাদী, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রমানিক, উন্নয়ন কর্মী বিভা রায় উপস্থিত ছিলেন। 

জেলা মহিলা বিষয়ক দপ্তর জানায়, জেলায় এবছর ভিজিডির সুবিধায় এসেছে ১৯ হাজার ৮৮২ দুঃস্থ নারী। এর মধ্যে সদর উপজেলায় তিন হাজার ৭৬, ডোমারে তিন হাজার ৪৪৯, ডিমলায় রয়েছে তিন হাজার ৬৯৩ জন কিশোরীগঞ্জে তিন হাজার ৪৪৭, জলঢাকায় তিন হাজার ৪২৩ এবং সৈয়দপুরে দুই হাজার ৬৯৪। তারা দুই বছরের জন্য (২০২২ সাল পর্যন্ত) প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। #


পুরোনো সংবাদ

নীলফামারী 8499238215775251714

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item