নীলফামারী সদর উপজেলার করোনা ভ্যাকসিন সংক্রান্ত কমিটির সভা


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে জনগণদের মাঝে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেছেন, বৈশ্বিক দুর্যোগ কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভ্যাকসিন। ভ্যাকসিন করোনা মহামারী প্রতিরোধ করবে। সভায় আরও জানানো হয়, ইতিমধ্যে জেলায় ১২ হাজার ভায়াল পৌঁছেছে। প্রতিটি ভ্যাকসিনে ১০টি ডোজ রয়েছে। প্রাপ্ত ভ্যাকসিন ৬০ হাজার মানুষকে দেয়া যাবে। সভায় আরো জানানো হয়, নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন প্রদান করা হবে। এজন্য  প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ভ্যাকসিন প্রদানের জন্য টিম কাজ করবে। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর থানার ওসি আব্দুর রউফ, সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়নাল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমদ আহসান হাবীব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম, ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, উত্তরবাংলা স্টাফ রির্পোটার ইনজামাম-উল-হক নির্ণয় প্রমুখ। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 2773712444222434543

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item