নীলফামারীতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
কৃষি যান্ত্রিকরণের আওতায় জেলা সদরে ২৩৬টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বুধবার(১০ ফেব্রুয়ারী/২০২১) দুপুরে সদর উপজেলা চত্বরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

ওই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, রংপুর কৃষি বিভাগের জেষ্ঠ মনিটরিং কর্মকর্তা আবু ফাত্তাহ্ মো. রওশন কবির, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা রূপম প্রমুখ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, সদর উপজেলার কৃষকদের ১৩৮টি দলে ২৩৬টি কৃষি যন্ত্রপাতি বিনামূলে বিতরণ করা হয়। এর মধ্যে পাওয়ার থ্রেসার ৯৭টি, ট্রান্সপ্লান্টার ১৮টি, রিপার ২৩টি, হ্যান্ড স্পেয়ার ২৩টি, পাওয়ার স্প্রেয়ার ২৩টি, ফুড পাম্প ২৩টি, উইনোয়ার ২টি, ময়েশ্চার মিটার ৪টি রয়েছে। #


পুরোনো সংবাদ

নীলফামারী 3707965107010598247

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item