নীলফামারীতে বিএডিসি বীজ ও সার ডিলারের ত্রি-বার্ষিক সভা
https://www.obolokon24.com/2021/02/n_14.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥ নীলফামারীতে বিএসডিসি বীজ ও সার ডিলার এসাসিয়েশন জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের প্রজাপতি কনভেনশন সেন্টারে আজ শনিবার(১৩ ফেব্রুয়ারী/২০২১) দিনব্যাপী ওই সভা অনুষ্ঠিত হয়।
এসাসিয়েশন জেলা শাখার সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন নীলফামারী পৌর সভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, বিএডিসির রংপুর অঞ্চলের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান খান, এসাসিয়েশনের জেষ্ঠ সহসভাপতি শামীম চৌধুরী, ডিলার মিজানুর রহমান প্রমুখ। সভায় ত্রি-বার্ষিক প্রতিবেদন পেশ করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনছারুল হক।
সভায় ১৫ দিনের মধ্যে পুরাতন কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে আহবায়ক কমিটি সভার মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা গ্রহন করবেন বলে জানানো হয়। #