কাকড়ার গতি নিয়ন্ত্রণ ও দক্ষ চালক নিশ্চিত করনে প্রশাসনকে সংসদ সদস্য শামীমের চিঠি


নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 

কাকড়া ও নছিমন গাড়ির গতি নিয়ন্ত্রণ ও দক্ষ প্রাপ্ত বয়স্ক চালকের বিষয়টি নিশ্চিত করণে-২৯ গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জেলা ও উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছেন। গত বৃহস্পতিবার এমপি শামীমের বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নিবার্হী অফিসার এবং থানা অফিসার ইনচার্জকে চিঠি পৌচ্ছে দেন। গত এক মাসের ব্যবধানে সুন্দরগঞ্জ উপজেলায় কলেজ শিক্ষক ও শিশুসহ ৫ জনের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও ভীতির সঞ্চার হয়েছে। সে কারনে কাকড়ার গতি নিয়ন্ত্রণ এবং প্রাপ্ত বয়স্ক দক্ষ চালক দ্বারা কাকড়া চালানো সংক্রান্ত বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন সাংসদ। বর্তমানে কাকড়া ও নছিমনের বেপরোয়া চলাচল উপজেলার সড়কগুলো চলাচলের অযোগ্য করে তুলেছে। প্রতিনিয়ত ঘটছে ছোটখাট সড়ক দূর্ঘটনা। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান তিনি এখনও চিঠি পাননি। তবে জেলা প্রশাসকের নিকট হতে জানা গেছে, কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। 


পুরোনো সংবাদ

গাইবান্ধা 8114393286230105136

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item