ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ আর নেই


এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ভোগডাবুরী ইউনিয়নের জে.ইউ.ফাজিল মাদ্রাসার সভাপতি, ভোগডাবুরী ইউনিয়নের গোসাইগঞ্জ ছয়ফুটিয়া গ্রামের মৃত-কিতাব উদ্দিন সরকারের পুত্র আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, মুজিব বাহিনীর সংগঠক ও ভোগডাবুরী ইউনিয়নের কৃতি সন্তান আবুল কালাম আজাদ (৮০) আর নেই...(ইন্নালিল্লাহি.....রাজিউন)। শুক্রবার (২৬ ফ্রেবুয়ারী) রাত সারে দশটায়  চিকিৎস্বাধীন অবস্থান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও দীর্ঘ রাজনৈতিক জীবনের বন্ধুদের রেখে যান। শনিবার বিকাল ৩ টার দিকে কারেঙ্গাতুলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পূর্ণ করা হয়।


তার জানাজায় অংশগ্রহন ও কফিনে পুষ্প অর্পণ করেন, ডোমার-ডিমলার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, জেলা পরিষদের সদস্যবৃন্দ, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মনতাজুল ইসলাম , ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম বাবুল,সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ভোগডাবুরী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুর জব্বার কানু, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাসেদুল ইসলাম ফিলিপ, সম্পাদক হাফিজুর রহমান বকুল,ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মুরাদ আলী প্রামানিক, শরিফুল ইসলাম, আজাদুল হক প্রামানিক, ভোগডাবুরী ইউনিয়ন যুব-লীগের সভাপতি এ.কে.এম জাহ্াঙ্গীর কবীর বসুনিয়া রাসেল, ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক ও ইউপির সদস্যবৃন্দ, কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক স্বাধীন, নীলফামারী জেলা ও ডোমার উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিগন ও এলাকার শত শত মানুষ জানাজায় অংশ নেয় এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 7478248393009850815

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item