পার্বতীপুরের সংবাদপত্র হকার মোস্তাকিমের কথা


এম এ আলম বাবলু, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি :
প্রতিদিন ঘুরে ঘরে সব খবর সবার দ্বারে দ্বারে পৌঁছে দিলেও তার খবর কেউ রাখে না। দুঃখ করে কথাগুলো বললেন দিনাজপুরের পার্বতীপুরে সংবাদপত্র হকার মোস্তাকিম সরকার (৪০)। বিগত ২০ বছর ধরে সংবাদপ্রত্র হকারী করে আসছেন মোস্তাকিম। তার পিতা আবুল হোসেনও একজন পেশাদার সংবাদপত্র হকার। বয়স বেড়ে যাওয়ার কারনে তিনি এখন আর হকারী করতে পারেন না। মোস্তাকিম তার প্রতিবন্ধী ছোট ভাইকে সাথে নিয়ে সংবাদপত্র হকারীর মাধ্যমে আয়কৃত অর্থ দিয়ে ৭ সদস্যর একটি পরিবার পরিচালনা করছেন। নিজেদের কোন জায়গা জমি বাড়ী-ঘর নেই। 

পার্বতীপুর শহরের ইসলামপুর রেলওয়ে এলাকার রেলওয়ে ভূমিতে কোন রকমে মাথা গুজার ঠাঁই করে নিলেও এর ভবিষৎ অনিশ্চিত। মোস্তাকিম দুঃখ করে বলেন, আমাদের জায়গা জমি বাড়ী-ঘর না থাকলেও কোউ তার খবর রাখে না। বর্তমান সরকার গৃহহীনদের জন্য বাড়ী তৈরী করে দিলেও আমাদের ভাগ্যে তা জোটেনি। এক প্রশ্নের জবাবে মোস্তাকিম সরকার বলেন, আমাদের বসবাসের জন্য সরকারী ভাবে তৈরীকৃত একটি বাড়ী দেয়া হলে অন্তত নিরাপদে বসবাসের সুযোগটা পেতাম। তিনি আরো বলেন, আমার একটি প্রতিবন্ধী ভাই আমার সাথে সংবাদপত্র হকারী করে। দুই ভাই মিলে কোন রকমে আমাদের সংসার পরিচালিত হচ্ছে। ইতোপূর্বে আমার একমাত্র বাই-সাইকেলটি চুরি হয়ে গেলে একজনের মহানুভাবতায় একটি সাইকেল সংগ্রহ করে সংবাদপত্র সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছি। নিজের কোন দোকান না থাকায় ঘুরে ঘুরে সংবাদপত্র বিত্রিু করতে হচ্ছে। 


পুরোনো সংবাদ

দিনাজপুর 3839521640943443253

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item