ফুলবাড়ীতে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন


মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। টিকাদান কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে প্রথম টিকা গ্রহণ করেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েব সুবেদার (প্রধান সহকারী) উত্তম কুমার সিংহ। সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। 


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানের সভাপতিত্বে টিকাদান কর্মসূচিতে বর্ডার গার্ড বাংলাদেশের দিনাজপুর সেক্টর মেডিকেল অফিসার লে. কর্নেল মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন,পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলামসহ স্বাস্থ্য কর্মী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, উপজেলায় প্রথম ধাপে ৪ হাজার করোনা ভেক্সিন বরাদ্ধ পাওয়া গেছে। প্রথম দিনে ৫০জনের টার্গেট রয়েছে। দুপুর পর্যন্ত ৩৬জনের শরিরে ভ্যাক্সিন দেয়া হয়েছে এর মধ্যে ২৭জন বিজিবি সদস্য। 


পুরোনো সংবাদ

দিনাজপুর 7119270431164938844

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item