খলেয়ায় অভিভাবকদের অংশগ্রহনে দু’দিন ব্যাপী কর্মশালা উদ্বোধন


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তর খলেয়ায় মডেল ইউনিয়ন গঠনের লক্ষে ২৭ জন অভিাবকদের (দম্পত্তি) অংশগ্রহনে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ প্রকল্পের আওতায় দু’দিন ব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুর ১২টা হতে এনজিও প্রতিষ্ঠান গ্রাসরুট কো-অপারেশন এর ব্যবস্থাপনায় সংস্থার প্রধান কার্যালয়ের (উত্তর খলেয়া, সদর, রংপুর) ট্রের্নিং সেন্টারে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাসরুট কো-অপারেশন এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ নাসির উদ্দিন রাসেল (অধ্যাপক), বিশেষ অতিথি পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম। গ্রাসরুট কো-অপারেশন এর পরিচালক আনন্দো পল্লব এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার আলোচনায় অংশগ্রহন করেন পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রহিম মুকুল ও ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক সেলিনা বেগম। সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রাসরুট কো-অপারেশনের প্রকল্প সমন্বয়কারী ইসরাত জাহান মনিকা। উক্ত কর্মশালায়  ইউনিয়নের অভিভাবক (দম্পত্তি) নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা ও তাদের সুরক্ষা প্রদানে কাজ করার উপর আলোচনা  করা হয়। 


পুরোনো সংবাদ

রংপুর 1784381978166903137

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item