সৈয়দপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন  লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সোমবার নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে ওই সেমিনারের আয়োজন করে।

এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে  আয়োজিত সেমিনারে আলোচনায় অংশ নেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার,  উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মমতা সাহা, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল ও মৎস্য খামারী মো. সেলিম আজাদ প্রমূখ।

নীলফামারী জেলা  নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়ের সঞ্চালনায় উক্ত সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, হোটেল- রেস্তোরাঁ মালিক ও ব্যবসায়ী, ভোক্তা, মৎস্য খামারি মালিকসহ ৪০ জন অংশ নেন।                                   


পুরোনো সংবাদ

নীলফামারী 1565626161173052416

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item