মেয়র প্রার্থীর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার নির্বাচন স্থগিত




তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 এক মেয়র প্রার্থীর মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা - ২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে।

 দেশে দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতো এ নির্বাচন। এতে পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে একজন ছিলেন বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড্ হসপিটালে মারা যান। তাঁর মৃত্যুজনিত কারণে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা -২ অধিশাখা স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ২০ অনুসারে  সৈয়দপুর পৌরসভা নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।


পুরোনো সংবাদ

নীলফামারী 6780915032757771655

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item