খলেয়ায় ইয়ুথ সদস্য নিবার্চন ও ইয়ুথ গ্রুপ গঠন


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তর খলেয়ায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিক্তিক নির্যাতন প্রতিরোধে বিভিন্ন্ স্কুল কলেজ মাদরাসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ইয়ুথ সদস্য নিবার্চন ও ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় গ্রাসরুট কো-অপানেশন (উত্তর খলেয়া-সদর রংপুর) এর ব্যাবস্থাপনায় অত্র সংস্থার প্রধান কর্যালয়ে গঠন করা হয় ইয়ুথ সদস্য নিবার্চন ও ইয়ুথ গ্রুপ খলেয়া ইউনিয়ন। গ্রাসরুট কো-অপারেশন এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ  নাসির উদ্দিন রাসেল (অধ্যাপক) এর সভাপতিত্বে গ্রুপ গঠন পূর্বক আলোচনা সভায় অংশগ্রহণ করেন আদর্শ মানব উন্নয়ন সংস্থার (পায়রা বন্দ, রংপুর) নির্বাহী পরিচালক আব্দুর রহিম মুকুল, বৈশাখী সমাজ কল্যাণ সংস্থার (খলেয়া, সদর রংপর) নির্বাহী পরিচালক মনোরঞ্জন রায়। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম ও গ্রাসরুট কো- অপারেশন এর পরিচালক আনন্দো পল্লব। উল্লেখ্য ৩, ৪ ও ৫নং ওয়ার্ড সম্ময়ে ১নং গ্রুপ, ১,২ ও ৭নং ওয়ার্ড সম্ময়ে ২নং গ্রুপ ও ৮,৯ এবং ৬নং ওয়াড সম্ময়ে ৩নং গ্রুপ গঠন করা হয়েছে। প্রতিটি গ্রুপ কমিটিতে ১৮ থেকে ২০ জন স্কুল কলেজ মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং সমবয়সী যুবক যুবতীদের সম্ময়ে গঠন করা হয় গ্রুপ কমিটি গুলো।


পুরোনো সংবাদ

রংপুর 5688039016949218736

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item