তেঁতুলিয়া বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীঘরে


মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত-ই- খুদা মিলনসহ ২জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।  সোমবার (৪ জানুয়ারি ২০২১) দুপুরে ফৌজদারী সিআর ৬২২/২০ নং মামলায় জেল হাজতে পাঠানো হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান এই আদেশ দেন। 

মামলার নথি সূত্রে জানা গেছে, মামলার বাদী একই উপজেলার দেবনগর ইউনিয়নের বালুবাড়ি গ্রামের  আ: হামিদ একজন পাথর ব্যবসায়ি। ব্যবসা সূত্রে তিনি বাংলাবান্ধা এলাকায় একটি ৬৫ শতক জমি ক্রয় করে ব্যবসা কেন্দ্র খুলেন। ব্যবসায়ীক জায়গায় বসতবাড়িও নির্মাণ করেন তিনি। ওই জমি দখলের পাঁয়তারা শুরু করে চেয়ারম্যান মিলন। পরবর্তিতে গত বছরের ২০ মার্চ রাতে চেয়ারম্যান ও তার লোকজন ভোর বেলায় বিভিন্ন অস্ত্র সস্ত্র সহ হঠাত করে হামিদের বসবাড়িতে আক্রমণ  করেন। এ ঘটনায় বাদীর স্ত্রীর শ্লীলতাহানী করা সহ বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তারা গুরুতর আহত হন। পরে আদালতে মামলা দায়ের করা হয়। বাদী পক্ষের এ্যাভোকেট আহসান হাবিব জানান, এ মামলায় চেয়ারম্যান মিলন হাইকোর্ট থেকে ২৮ দিনের জামিনে ছিলেন। এর আগে আদালত মেডিকেল রিপোর্ট তলব করেছিলো। আদালতের তলব সাপেক্ষে মেডিকেল রিপোর্ট জমা দেয়া হয়। সোমবার শুনানীতে সেই রিপোর্টের আলোকে ১নং আসামী মিলন ও অপর ৪নং আসামি সাহিদুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়। জানাগেছে চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে ২৩ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


পুরোনো সংবাদ

পঞ্চগড় 5283215018874418739

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item