নীলফামারীতে ফেনসিডিলসহ চারজন আটক


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। সোমবার(২৫ জানুয়ারী/২০২১) দুপুরে জেলা শহরের হাড়োয়া মিশন এলাকায় এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন, জেলা সদরের হাড়োয়া মিশন এলাকার মানিক মিয়ার ছেলে মামুন হোসেন (৩০), একই এলাকার মৃত. মোশাররফ হোসেনের ছেলে মানিক মিয়া (৫৭) ও আব্দুর রশিদ এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বাসুপাড়ার মৃত. আজহার আলীর ছেলে গোলাম মোস্তফা (২৭)।

অভিযানের নেতৃত্ব দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর পরিদর্শক খবির আহমেদ। তিনি জানান, তারা চিহিৃত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে নীলফামারী থানায় মামলা করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 8909059508682619688

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item