প্রধানমন্ত্রী প্রতিশ্রুত কৃষি বিশ্ববিদ্যালয় নাগেশ্বরীতে স্থাপনের দাবিতে মানববন্ধন


হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের ডাকে আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন তারা। উপজেলা ছাত্রলীগের সভাপতি ফজলুল করিম সাজুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সদস্য মোহাম্মদ হোসেন ফাকু, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন ধলু সওদাগর, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, নাগেশ্বরী প্রেসক্লাবের সদস্য প্রভাষক রফিকুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, ছাত্রলীগ নেতা রবিউউল ইসলাম, আশরাফুল আলম আসাদ মীর প্রমুখ। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সকল স্তরের জনসাধারন অংশ নেন। 

বক্তারা জানান, নাগেশ্বরী উপজেলা একটি অবহেলিত এলাকা। উন্নত শিক্ষাব্যবস্থা না থাকায় এ অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত কৃষি বিশ্ববিদ্যালয় নাগেশ্বরীতে স্থাপনের দাবি জানান তারা।   


পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 817446447239105875

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item