জলঢাকায় সরকারী কাজে বাধা,একজনের ১৫ দিনের জেল


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ    


নীলফামারীর জলঢাকা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ঘর নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনের ১৫দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে  ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। ইউএনও অফিস জানা যায়, জলঢাকা উপজেলায় গৃহহীনদের জন্য ১৪১টি বাড়ি নির্মাণের কাজ চলছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বরাদ্দকৃত বাড়ি নির্মাণ কাজ শেষ হলেও শৌলমারী ইউনিয়নের গোপালঝাড় এলাকার ১৫টি বাড়ি নির্মাণ কাজে একটি মহল বাধা দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বাবুল হোসেন(৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত বাবুল ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বাবুল নামে এক ব্যক্তির ১৫দিনের জেল প্রদান করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4935669897414140316

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item