জলঢাকায় অনুর্ধ ১৫ বালক বালিকাদের ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
"মুজিব-বর্ষে শপথ করি, খেলা-ধুলায় জীবন গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় অনুর্ধ ১৫ বালক বালিকাদের ১৫ দিনব্যাপী অনাবাসিক ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই ক্যাম্পের      আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, কাস্টমস ইন্সপেক্টর (অবঃ) আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আব্দুল আজিজ শাহ, আবুল হাসনাত, উপজেলা স্কাউটস সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মর্তুজা ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন      ও ডিমলা স্পোর্টস একাডেমির আরিফ আরমান। প্রশিক্ষণ পরিচালনা করছেন আফিজার রহমান ও দিলীপ মন্ডল। এ বিষয়ে জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম জানান, দেশের সকল শিশু কিশোর ও তরুণ খেলাধুলায়  উদ্বুদ্ধ করে প্রশিক্ষিত মানব সম্পদে পরিনত করতে এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ক্যাম্পে ৩৫ জন কিশোর কিশোরী অংশগ্রহণ করে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8078650233075356373

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item