বীরগঞ্জ পৌর নির্বাচনে ই ভি এম এর মক ভোট অনুষ্ঠিত


হাসান জুয়েল, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥
দিনাজপুরের বীরগঞ্জ পৌর নির্বাচনে প্রথমবারের মত ইলেকট্রনিক্র ভোটিং মেশিন ই ভিএম এর  নমুনা ভোট বা  মক ভোট গ্রহন করা হয়েছে।


বৃহস্পতিবার সকাল ১০ টা হতে  ৪ টা পর্যন্ত বীরগঞ্জ পৌর নির্বাচনে প্রথমবারের মত ইলেকট্রনিক্র ভোটিং মেশিন ই ভিএম এ ভোট গ্রহন সম্পর্কে ধারণা দিতে উক্ত  মক ভোট গ্রহন করা হয়। পৌরসভার ৯ টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম চলে। 


রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম সব কেন্দ্রের মক ভোট পরিদর্শন করেন। তিনি জানান, যেহেতু বীরগঞ্জে ইভিএম এ ভোট গ্রহন এই প্রথম তাই ই ভিএম সম্পর্কে ধারণা দিতে এই মক ভোটের আয়োজন করা হয়েছে এবং জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।


এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার  মোঃ নুর-ই-আলম। তিনি ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দেন ও ভোট প্রদানের নিয়ম শিখিয়ে দেন।


উল্লেখ্য ১৬ জানুয়ারি বীরগঞ্জ পৌরসভার ৯ টি কেন্দ্রে ৪৯ টি বুথে ভোট অনুষ্ঠিত হবে।এখানে মোট ভোটার ১৫,৫৪৫ জন।তার মধ্যে পুরুষ ভোটার ৭,৫১৩ এবং মহিলা ভোটার ৮,০৩২ জন। 


পুরোনো সংবাদ

নির্বাচন 6042450675622388684

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item