ডিমলায় এ্যাম্বুলেন্স উম্মুক্তকরণ ও বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন


জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে সর্বসাধারণের জন্য একটি এ্যাম্বুলেন্স উম্মুক্তকরণের শুভ উদ্ধোধন ও ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।


বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বিকাল ৩টায় ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ্যাম্বুলেন্সটির উদ্ধোধন ও প্রায় ৮১ লক্ষ টাকা ব্যয় শিক্ষা প্রকৌশলী অর্থায়নে ৪র্থ বিশিষ্ট এক তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।  


এলজিএসপি-৩, ১৯-২০ অর্থ বছরে ৯ লক্ষ ৯৫ হাজার টাকা এবং নীলফামারী জেলা পরিষদ সদস্য ও প্রথম শ্রেনির ঠিকাদার আলহাজ্ব সেলিম সরকার লেবু, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকারের ছেলে হালিমুর রহমান জিসান ও সমাজসেবক রবিউল ইসলাম সুকারু এর যৌথ অর্থায়নে, এ্যাম্বুলেন্সটি উপহার দেওয়া হয়।

 

খালিশা চাপানী ইউনিয়ন আয়োজনে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়, শিক্ষা সহকারী প্রকৌশলী আবু তাহের, ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, সেলিম সরকার লেবু, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক শাহ আক্তারুজ্জামান আকুল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হামিদুর রহমান প্রমুখ।

পুরোনো সংবাদ

নীলফামারী 6045595097135642067

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item