বিএনপিতে যোগদান করলেন নীলফামারী - ৪ আসনের সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: 

নীলফামারী - ৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী  বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার গুলশানস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন তিনি। জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে তিনি বিএনপিতে ফিরে আসেন বলে তাঁর ঘনিষ্ঠ এশটি সূত্রে জানা গেছে।

 গতকাল তাঁর বিএনপিতে যোগদানকালে দলটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, রংপুর জেলা বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

 আর স্থানীয়দের মধ্যে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা আহবায়ক আব্দুল গফুর সরকার, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহীন আকতার, যুগ্ম -আহ্বায়ক মো. শামসুল আলম, শফিকুল ইসলাম জনি, ডা. জহুরুল হক, আব্দুল খালেক, উপজেলা বিএনপির সদস্য সচিব রেয়াজুল হক লিটন, মতিউর রহমান দুলু, বিএনপি নেতা পৌর কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু, আবিদ হোসেন লাড্ডান, জেলা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর তারিক আজিজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রাং, যুগ্ম সম্পাদক পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদলের সভাপতি রেজওয়ান আকতার পাপ্পু, সহ-সভাপতি সুজাল খান সাজু, কামরান উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদি হাসান জয়, যুগ্ম আহ্বায়ক মো. পলাশ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুহিত চৌধুরী, সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রনেতা জাবেদ খান রুবেল, আবুল কালাম আজাদ, রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পুসহ অন্যান্যরাস্থানীয়দের মধ্যে ছিলেন।

বিএনপিতে যোগ দিয়ে শওকত চৌধুরী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, স্থানীয় বিএনপিকে আরও শক্তিশালী করে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে চাই। এজন্য সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সফলতা অর্জনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শওকত চৌধুরী দলে ফিরে আসায় তাকে অভিনন্দন জানান মহাসচিব মির্জা ফখরুল।

প্রসঙ্গত, আলহাজ্ব  মো. শওকত চৌধুরী গত নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (এ) থেকে নীলফামারী-৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।  দশম জাতীয় সংসদ নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন না দিলে জাপা থেকে পদত্যাগ  করে

পুরোনো সংবাদ

নীলফামারী 8612794985897862705

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item