জলঢাকায় ল্যাম্ব-প্লান শো প্রকল্পের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ  

নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে দুস্ত অসহায় পরিবারের গর্ভবতী এবং প্রসুতি নারী ও শিশুদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। আজ সোমবার (২৫ জানুয়ারী) সকালে উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর সহায়তায় ১ শত ১০ টি পরিবারের মাঝে হ্যান্ড ওয়াশিং ডিভাইস, সাবান ও মাস্ক বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস হাজং, উপজেলা স্কাউটস এর সম্পাদক ও ল্যাম্ব প্লান শো প্রকল্পের চেঞ্জ মেকার মর্তুজা ইসলাম, এসআই বিল্লাহ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর স্পন্সর কো-অর্ডিনেটর লিয়াকত হোসেন, ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাউফুর রহমান বসুনিয়া (রাশেল), মনিটরিং অফিসার অমর দাস, ইউনিয়ন ফিল্ড কো-অর্ডিনেটর একরামুল হক ও চেঞ্জ মেকার মাজেদুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান উপস্থিত উপকারভোগীদের নিয়মিত মাস্ক ও হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাসেল বসুনিয়া  জানান, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে ৩ হাজার ৩ শত পরিবারের মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরন করা হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এসব হাতধোয়ার উপকরণ সামগ্রী বিতরন করেন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 556640718090634555

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item