৫৬ বিজিবি অভিযানে ৩৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার


ইনজামাম-উল-হক নির্ণয় ,নীলফামারী॥ ৩৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটিলিয়ন। বুধবার(১৩ জানুয়ারী/২০২১) ভোরে ব্যাটিলিয়নের এলাকাধীন পঞ্চগড় জেলার ঘাগড়া বর্মতলপাড়া সীমান্ত এলাকা থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদকপাচারকারীরা পালিয়ে যায়।
৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আবদুল্লাহ আল মামুন আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৫৬ বিজিবি নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৪৭ দশমিক ৯১৮ কিলোমিটার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অবৈধ মাদকসহ চোরাচালান প্রতিরোধে কাজ করছে। সীমান্তের অধিকতর স্পর্শকাতর স্থান সমূহ চিহ্নিত করে সিভিল সোর্স, গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এমন তৎপরতায় আজ বুধবার ভোরে পঞ্চগড় জেলা সদরের ঘাগড়া বিওপির টহল দল ৭৫৪/২-এস সীমান্ত পিলারের আনুমানিক ২০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বর্মতলপাড়া স্থান থেকে ৩৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক মূল্য এক লাখ ৩৫ হাজার ২০০ টাকা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6339569749872148953

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item