ডোমারে স্বাস্থ্য সেবার মনোন্নয়নে মতবিনিময় সভা
https://www.obolokon24.com/2020/12/uss.html
আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার ঃ জম্ম নিবন্ধন ছাড়া কোন সরকারী সেবা পাবে না । জম্মের ৪৫ দিনের মধ্যে জম্মনিবন্ধন করতে হবে । ডাক্তারদের পোষ্টিং বাতিলের সংগে ক্লিনিকগুলো জড়িত ।সিজারিয়ান অপারেশনে সার্জনের সংগে এক ডাক্তার থাকতে হবে কিন্ত ডোমারে ক্লিনিকগুলোতে তা নেই । স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মনোন্নয়নে আজ বুধবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় বক্তরা এ কথাগুলো বলেন । উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এ মতবিনিময় সভা আয়োজন করে । বিভিন্ন শ্রেনী ও পেশা থেকে এতে ২০ জন অতিথি অংশ নেয় ।
এ সভায় বক্তব্য দেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ তপন কুমার রায় ,মা ও শিশু কল্যান কর্মকর্তা ও মেডিক্যাল অফিসার ডাঃ সাদিয়া সাবজিন, হেলথ ইন্সেপেক্টর ইনচার্জ বেলাল উদ্দিন, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর প্রোগ্রাম ফেসিলেটর নির্মল রায়,প্রোগ্রাম ফেসিলেটর নুরনবী প্রমুখ।