তেঁতুলিয়ায় সরকারি কাজে বাঁধা প্রদানের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদন্ড


মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় আব্দুর রশিদ (৪৬) নামের এক ব্যক্তিকে সরকারি কাজে বাঁধা প্রদানের দায়ে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর ২০২০) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে দালালি করার মাধ্যমে দাপ্তরিক কাজে বাধা প্রদানকালে রশিদ নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়। 

এ সময় ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক দন্ডবিধি ১৮৬০ আইনের ১৮৬ ধারামতে এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আব্দুর রশিদ উপজেলা সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের মরহুম কাইমদ্দীনের পুত্র।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক জানান, দন্ডপ্রাপ্ত আব্দুর রশিদ কয়েকদিন ধরে অফিসে ঘুরাঘুরি করে দালালি করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েন।  তার এই দৃশ্যে সরকারি কাজে বাধা প্রয়োগ হওয়ায়  এবং মানুষের সঙ্গে প্রতারণা করার দায়ে তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়েছে। 


তিনি আরোও জানান, এ ধরণের কোন দালালচক্র থাকলে ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।


পুরোনো সংবাদ

পঞ্চগড় 7699256979459513363

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item