সৈয়দপুরে ভিজিডি কর্মসূচির সুবিধাভোগী মহিলা যাচাই-বাছাই শুরু


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে ২০২১-২০২২ চক্রের ভিজিডি কর্মসূচির সুবিধাভোগী মহিলা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নে ওই যাচাই-বাছাই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এর আগে বেলা ১১ টায় বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়  চত্বরে  ভিজিডি কর্মসূচির সুবিধাভোগী মহিলা যাচাই-বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।

এ সময় সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহ্জাদী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও  বাঙ্গালীপুর ইউনিয়নের ট্যাগ অফিসার মো. আল-মিজানুর রহমান, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, সচিব মো. আহসান হাবীব, ইউপি সদস্য মো. আনিছুর রহমান, মো. লুৎফর রহমান খান, মো. রফিকুল ইসলাম, মোছা. শাহনাজ বেগম, মো. সাবেদ আলী,  মো. রেজাউল মন্ডল রেজুসহ সংশ্লিষ্ট ইউপি’র অন্যান্য সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,  উপজেলার  তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নে ২০২১-২০২২ চক্রের ভিজিডি কর্মসূচির সুবিধাভোগী মহিলার সংখ্যা সর্বমোট ৩৯৩ জন।  ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক সুবিধাভোগী সংখ্যা হচ্ছে, ১ নম্বর ওয়ার্ডে ৩৫ জন, ২ নম্বর ওয়ার্ডে ২৬ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৩৬জন, ৪ নম্বর ওয়ার্ডে ৬২ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৪১ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৬০ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৪৫ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৪৫ জন এবং ৯ নম্বর ওয়ার্ডে ৪৩ জন।  আর  উল্লিখিত সংখ্যক ভিজিডি কর্মসূচির সুবিধাভোগী মহিলার বিপরীতে অনলাইনে আবেদন করেন সর্বমোট ৯৪৬ জন। গতকাল মঙ্গলবার অনলাইনে আবেদনকারী মহিলাদের মধ্য থেকে ৩৯৩ জন সুবিধাভোগী নাম যাছাই-বাছাই করা হয়েছে। ভিজিডির কর্মসূচির সুবিধাভোগী মহিলারা আগামী ২০২১-২০২২ চক্রের দুই বছর মেয়াদে প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি চাল পাবেন


পুরোনো সংবাদ

নীলফামারী 2904061557061938179

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item