দেবীগঞ্জে ১১ শিবির কর্মী আটক


সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ 


পঞ্চগড়ের দেবীগঞ্জে ৯ জন শিবির কর্মী এবং চালকসহ দুটি থ্রি-হুইলার আটক করেছে থানা পুলিশ। 

তারা হলেন- বোদা উপজেলার সাঁকোয়া এলাকার আলামিন ইসলাম, জুবায়ের হাসান, গোলাম রাব্বানি, দেবীগঞ্জের সুন্দরদীঘি এলাকার আব্দুল জলিল, টেপ্রীগঞ্জ এলাকার বাপ্পি হাসান, চেংঠি হাজরাডাঙ্গা এলাকার আবির ইসলাম, আটোয়ারীর পাটেশ্বরী এলাকার আল মামুন, সদরের টুনিরহাট এলাকার শাকিল হোসেন, উমর ফারুক, হাড়িভাসা এলাকার থ্রি-হুইলার চালক আমির হামজা ও হাসিবুল ইসলাম।

বুধবার সকাল সাড়ে ৮ টায় পৌর সদরের চৌরাস্তা এবং এলএসডি রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানান, নাশকতার উদ্দেশ্যে থ্রি হুইলার ও ব্যাটারি চালিত অটোতে করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে শিবির কর্মীরা দেবীগঞ্জে জড়ো হতে থাকে। এই সময় এলাকাবাসীর নজরে আসলে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলে ছত্রভঙ্গ হয়ে পড়ে শিবির কর্মীরা। অভিযানে ৯ জন শিবিরকর্মীকে এবং দুটি থ্রি-হুইলারসহ দুই চালককে আটক করা হয়। 

এদিকে ‘ইসলামী ছাত্রশিবির পঞ্চগড়’ নামের এক ফেসবুক আইডি থেকে পোস্ট করে জানানো হয় ওই ১১ জনকে বিজয় দিবস উদযাপনের র‍্যালি থেকে আটক করা হয়।

দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১১ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8089145780773512518

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item