নীলফামারীতে নারীর মানবাধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীতে নারীর মানবাধিকার সুরক্ষাকারীদের ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

নিউজ নেটওয়ার্ক এবং উদাঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) সম্মিলিত বাস্তবায়নে সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় আক্তারুল হাবিব কনফারেন্স রুম নীলফামারীতে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। এ সময় ইউএসএস এর প্রোগ্রাম ফ্যাসিলিটেটর আব্দুর রউফ, বিএইচআরডিএফ এর সভাপতি সরওয়ার মানিক, হিউম্যান রাইস এর জেলা সভাপতি ও নীলফামারী বড় মসজিদের খতিব মাওঃ খন্দকার আশরাফুল হক নুরী, প্রধান প্রশিক্ষক হিসাবে ছিলেন, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের সহকারী অধ্যাপক ড. মোজাম্মেল হক বকুল (সাজ্জাদ বকুল) প্রমূখ উপস্থিত ছিলেন। প্রোগ্রাম ফ্যাসিলিটেটর আব্দুর রউফ জানান, গত ১১ডিসেম্বর কর্মশালা শুরু হয়  ৪টি ব্যাচে ২৩ডিসেম্বর শেষ হবে।


প্রথম ব্যাচে ৩০জন, দ্বিতীয় ব্যাচে ২৮জন, তৃতীয় ব্যাচে ৩০ জন এবং চতুর্থ ব্যাচে ২৯জন। মোট ১শত ১৭জন স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক, মিডিয়া গেটকিপার্স, সিভিল সোসাইটির প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। অ্যাডভোকেসি, তাদের লবিং এবং নিগোসিয়েশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।


পুরোনো সংবাদ

নীলফামারী 7835677209273836333

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item