বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নীলফামারীতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধিন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার(৬ ডিসেম্বর/২০২০) বিকাল চারটার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়। 

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে এসময় বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। 

বক্তারা অভিযোগ করে বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি রাতের আধারে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধিন ভাস্কর্য ভাঙচুর করেছে। ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। 



এদিকে একই দিন সকাল ১১টায় ডোমার উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজন ডাকবাংলো সড়কের দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিবি রোডে মানববন্ধনে মিলিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে আওয়ামী লীগ সাধারন সম্পাদক তোফয়েল আহমেদ, আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব করিমুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়নুল হক মনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসুচিগুলোতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নারী-পুরুষ অংশ নেয়।


অপর দিকে একই সময় জলঢাকা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ছাত্রলীগ। উপজেলার জিরোপয়েন্ট মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারন স¤পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন স¤পাদক মশিউর রহমান বাবু, যুবলীগ নেতা হাচানুর রহমান চৌধুরী রাজীব, প্রভাষক হাসানুর রহমান শাহীন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক আজম সরকার। উপজেলা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে আঃলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 1310774575800892353

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item