নীলফামারীতে নির্মল বাংলাদেশ এর উদ্যোগে কম্বল বিতরণ


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীতে দেড়শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নির্মল বাংলাদেশ’। আজ শনিবার(৫ ডিসেম্বর/২০২০) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলেদেন প্রধান অতিথি জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। 

স্বেচ্ছাসেবী সংগঠন নির্মল বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন নির্মল বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক শেখ ফাহমিদ ফয়সাল সৌরভ, পরিকল্পনা ও বাস্তবায়ণ সম্পাদক ইমাদুর রহমান হৃদয় উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন জানান, রংপুর বিভাগের আটটি জেলার শীতার্ত মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হবে। প্রতিটি জেলায় প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধসহ অসহায় মানুষের মাঝে এসব বিতরণ করা হবে। আজ শনিবার নীলফামারী জেলায় ১৫০ জনের মধ্যে কম্বল বিতরণের মধ্য দিয়ে বিতরণ কার্যক্রমের শুরু করা হলো। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 4231771419467526462

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item