চিলাহাটি রেলস্টেশনে জাতির জনকের জন্মশত বার্ষিকীতে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ পালন


এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশন চত্ত্বরে শুক্রবার সকাল ৯ টার দিকে জাতিন জনক জন্মশত বাষিকীতে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০২০ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি সাজেদুল ইসলাম, এসিও, বিশেষ অতিথি তহিদুল ইসলাম, এসএসএই, মাকসুদুল ইসলাম এসএসএই, আব্দুল মান্নান এইএন, পিবিটি, সুলতান আলী মৃধা এসএসএই ওয়ে এসডিপি, সেলিম হোসেন, ভোগডাবুরী ইউপির আওয়ামী লীগ নেতা, ইউনুস আলী ও ইউপি সদস্য সহিদুল ইসলাম লিটন। আলোচনা সভায় বক্তারা বলেন,“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিরব রহমানের স্বপ্ন আজ সারাদেশে বাস্তবায়িত হতে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে রেল যাত্রীদের সেবা ও নিরাপত্তা সহ বিভিন্ন দিক নিয়ে রেলবিভাগের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে”। বক্তারা যাত্রীদের উদ্দেশ্যে বলেন,“বিনা টিকিটে রেল ভ্রমন করবেন না, চলন্ত ট্রেনে পাথর ছোড়া, জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন/ট্রেনের ছাদে ভ্রমন, প্লাটফরমে ময়লা-আবর্জনা ফেলা দন্ডনীয় অপরাধ। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক, রেললাইন ও লেভেল ক্রসিং গেইট সতর্কতা সহিত পার হবেন, অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোন প্রকার জিনিস গ্রহন না করা, অকারনে ট্রেনের চেইন পুলিং ও হোস পাইপ বিচ্ছিন্নকারীদের ধরিয়ে দেবেন, টিকিট কালোবাজারি থেকে বিরত থাকুন এবং স্টেশনে থাকা অবস্থায় কোন রকম সমস্যা হলে, ঝামেলা না করে কর্তব্যরত গার্ড ও স্টেশন মাস্টারের নিকট গিয়ে সমস্যা সমাধান করা”। অপরদিকে বক্তারা বলেন,“অনেক সময় ট্রেন লেট হলে, ট্রেন যাত্রীরা স্টেশন মাস্টারের কাছে ট্রেন বিলম্বের কারণ জানতে চায়। কিন্তু, স্টেশন মাস্টার তাদের সাথে ভাল আচরণ না করায় প্রায়সই স্টেশনে অনেক গন্ডগোল হয়। তাই সকল স্টেশন মাস্টারের উদ্দেশ্যে বলা হচ্ছে, তারা যেন যাত্রীদের সাথে ভাল ব্যবহার করেন”।  


পুরোনো সংবাদ

নীলফামারী 5033003479607911978

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item