জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও ডিভাইস বিতরন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে দুস্ত অসহায় পরিবারের গর্ভবতী এবং প্রসুতি নারী ও শিশুদের মাঝে মাস্ক, হাতধোয়ার সাবান ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার  সকালে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর সহায়তায় ১ শত ৮৭ টি পরিবারের মাঝে মাস্ক,  সাবান ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরন করেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ ও মনোয়ারা বেগম। এসময় উপস্থিত ছিলেন ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর প্রোগ্রাম ম্যানেজার ফ্রান্সিস হাজর,  উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাউফুর রহমান বসুনিয়া (রাশেল), বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলার সম্পাদক ও চেঞ্চ মেকার মর্তুজা ইসলাম, ইউনিয়ন ফিল্ড কো-অর্ডিনেটর একরামুল হক প্রমুখ। এদিকে গোলনা ইউনিয়নে ১শত ৭৫, কাঠালী ইউনিয়নে ১শত ৬০, ডাউয়াবাড়ী ইউনিয়নে ১ শত ৩০ পরিবারের মাঝে এসব উপকরণ বিতরন করা হয়। ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর উপজেলা  টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাসেল বসুনিয়া জানান, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে ৩ হাজার ৩ শত পরিবারের মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরন করা হবে। প্রথম পর্যায়ে ২হাজার পরিবারের মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 3623225652206457553

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item