ডোমারের কেতকীবাড়ি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন


এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন  নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এই উপলক্ষ্যে কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“বর্তমান সরকার উন্নয়নের সরকার। আজ বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। গ্রামাঞ্চলের বসবাসকারী পরিবারগুলো তাদের বিদেশে থাকা সন্তানদের সঙ্গে মিনিটেই কথা বলতে পারেছ। সারাবিশ্ব বাসীর কাছে আগামীতে এই বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করতে যাচ্ছে। ডোমার-ডিমলার মানুষ আমাকে ভালবেসে ভোট দিয়েছে। আজ তাদের ভোটে আমি নির্বাচিত এমপি। আপনারা যখনই আমাকে স্মরণ করেন আমি ছুটে আসি। এই আওয়ামীলীগ সরকারের আমলে ডোমার-ডিমলার প্রতিটি শহর থেকে গ্রামাঞ্চলের রাস্তাঘাট পাকা সহ ব্রীজ নির্মান করা হয়েছে। এমন কোন মসজিদ, মাদ্রাসা, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান বা এতিমখানা নেই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া লাগেনি। আজ বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হয়েছে।

যার সুফল বাংলার মানুষরাই পাচ্ছে। একটি কুচক্রি মহল জাতির পিতা শেখ মুজিবর রহমানের ভাস্কর্য নির্মান নিয়ে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে”। কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহিদুল ইসলাম বসুনিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনি কুমার শর্মা, ডোমার উপজেলা ভাইস চেয়াম্যান আব্দুল মালেক, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ নুরুল হক, কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, কেতকীবাড়ি ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুরাদ আলী প্রামানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, ভোগডাবুরী ইউপি যুবলীগের সভাপতি এ.কে.এম.জাহাঙ্গীর কবির বসুনিয়া রাসেল, কেতকীবাড়ী ইউপি ছাত্রলীগের সভাপতি রোকোনুজ্জামান রানা, যুবলীগ সাবেক সভাপতি কারিমুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. সাদিয়া সারজিন সহ ভোগডাবুরী ও কেতকীবাড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ সহ তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনার শেষে ডোমার-ডিমলার সংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার কেতকীবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ৪ তলা ভবনের ভিত্তি ফলক উন্মোচন করে নির্মান কাজের শুভ উদ্বোধন করেন। জানা গেছে, মের্সাস প্রাইম ইন্টারন্যাশনাল ঠিকাদারী প্রতিষ্ঠান ১ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যয়ে উক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি তৈরী করবে। বাস্তবায়নে রয়েছে, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর (এইচইডি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। 


পুরোনো সংবাদ

নীলফামারী 6719975004499492456

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item