ফুলবাড়ী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন বিজয়ী


মেহেদী হাসান উজ্জল ,ফুলবাড়ী (দিনাজপ্রু) প্রতিনিধি ঃ

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করে মাহমুদ আলম লিটন নারিকেল গাছ প্রতীক নিয়ে ৭ হাজার ৭৫০ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট। প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে পৌর এলাকার ১০টি কেন্দ্রের ৯৪টি বুথে শান্তিপূর্ণভাবে ফুলবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

বেসরকারি ভাবে ঘোষিত ফলাফল অনুয়ায়ী ৭ হাজার ৭ শত ৫০ ভোট পেয়ে (নারিকেল গাছ) বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মুরতুজা সরকার মানিক (জগ) ভোট পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট। অপরদিকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খাজা মইন উদ্দীন  (নৌকা ) পেয়েছেন ৩ হাজার ৪ শত ৬০ ভোট,বিএনপি মনোনিত প্রার্থী সাহাদৎ আলী ( ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার  ৪২ ভোট।

সোমবার রাত ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার পরিষদের হলরুমে আনুষ্ঠানিক ভাবে ফুলবাড়ী পৌরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রারামানিক । 

নির্বাচনে ২৭ হাজার ৯ শত ৩১ ভোটারের মধ্যে, ২১ হাজার ২ শত ৮৯ ভোটার অংশ গ্রহন করেছেন। যা ৭৬ দশমিক ১ শতাংশ। ৫১ টি অপ্রদত্ত ভোট।  

সোমবার সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। করোনা ও  শীত উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করে। শুরুতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। 

প্রতিটি ভোট কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে নারী ও পুরুষ ভোটাররা তাদের পছন্দনীয় প্রার্থীদের ভোট প্রদান করেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট কেন্দ্রো গুলোতে পুলিশ আনসারের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের সদস্যদের টহল করতে দেখা গেছে। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্ট্রাইকিং ফোর্সের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন । 

নির্বাচন অফিসার ওয়াজেদ আলী জানান,ফুলবাড়ী পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর তিনটি পদের বিপরীতে ১০ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর পদের বিপরীতে ২৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। পৌরসভায় ২৭ হাজার ৯৩১ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৩হাজার ৫শত ৫২ জন ও নারী ভোটার রয়েছে ১৪ হাজার ৩শত ৭৯ জন। 


পুরোনো সংবাদ

নির্বাচন 183660640709331739

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item