নীলফামারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার প্রশিক্ষণ শুরু


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীতে শুরু হয়েছে ১৭৬তম কাব স্কাউট ইউনিট লিডার পাঁচ দিনের বেসিক কোর্স প্রশিক্ষণ। আজ শনিবার(২৬ ডিসেম্বর/২০২০) বিকাল চারটার দিকে পিটিআই মিলনায়তনে প্রশিক্ষেণর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি এলিনা আকতার। সদর উপজেলা স্কাউটের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে দিনাজপুর অঞ্চল স্কাউট।

এসময় সদর উপজেলা স্কাউটের কমিশনার গোলাম মোস্তফা খোকনের সভাপতিত্বে বক্তৃতা দেন পিটিআই সুপারিনটেনডেন্ড সেলিনা আক্তার বানু, দিনাজপুর অঞ্চল স্কাউট প্রধান মাহবুবুর আলম, বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেইনার মো. মজিবুর রহমার, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক শাহ্ মো. গোলাম কিবরিয়া, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক কাজী এএম জাকিউল ইসলাম, সদর উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। 


অপরদিকে বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) রাতে জলঢাকা উপজেলায় অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী ১৭৪ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপ্তি ঘটে। এসময় স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য অবদানের জন্য উপজেলা স্কাউটস কাব লিডার রমানাথ রায়কে স্বীকৃতিস্বরুপ স্কাউটসের ‘মেডেল অব মেরিট’ সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি মাহবুব হাসান। 


সদর উপজেলা স্কাউটের সূত্র মতে, প্রাথমিক বিদ্যালয় সমূহের কাব স্কাউট সম্প্রসারণ চতুর্থ পর্যায় প্রকল্পের অর্থায়নে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ শনিবার শুরু হওয়া প্রশিক্ষণটি সমাপ্ত হবে আগামী ৩০ ডিসেম্বর। প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষণ অংশ নিয়েছেন ওই প্রশিক্ষণে। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 8553637692710676375

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item